ভারতের লাদাখের লেহ শহরে বিক্ষোভকারী এবং নিরাপত্তা বাহিনীর মধ্যে তীব্র সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন বেশ কয়েকজন। আজ বুধবার (২৪ সেপ্টেম্বর) নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে সংবাদ সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া এ তথ্য জানিয়েছে। সংবাদ সংস্থার এক প্রতিবেদনে বলা হয়, লাদাখের রাজ্যের মর্যাদা এবং সাংবিধানিক সুরক্ষার দাবিতে হাজারো বিক্ষোভকারী রাস্তায় নেমে আসেন। পরে তাদের সঙ্গে পুলিশের সংঘর্ষ শুরু হয়। এতে মুহূর্তে শহরজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। আরও হাজার হাজার মানুষ বিক্ষোভে যোগ দেন। বিক্ষুব্ধরা বিজেপির একটি অফিস এবং পুলিশের একটি গাড়িতে হামলা চালিয়ে আগুন ধরিয়ে দেয়। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ গুলি চালায়। রাজ্যের মর্যাদা জন্য বেশ কয়েকদিন ধরেই সেখানে আন্দোলন চলছিল। তবে এটিই সহিংসতার প্রথম ঘটনা। আজ সকালে অন্যান্য দিনের মতোই আন্দোলন শুরু হয়। তারা...