বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক গোলরক্ষক, বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক আমিনুল হক বলেছেন, খেলাধুলার মাধ্যমে দেশের সামাজিক ও রাষ্ট্রীয় পরিবর্তন সম্ভব। তিনি বলেন, বিএনপি ক্ষমতায় গেলে প্রত্যন্ত অঞ্চলের প্রতিভাবান ক্রীড়াবিদদের প্রতিভা বিকাশ ও দায়িত্ব রাষ্ট্রীয়ভাবে গ্রহণ করা হবে। বুধবার বিকেলে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার মিরাশি ইউনিয়নের প্রতিভাবান খুদে ফুটবলার জুনেল আহমেদ মহসিনের গ্রামের বাড়িতে গিয়ে প্রীতি ফুটবল ম্যাচে অংশগ্রহণ শেষে তিনি এসব কথা বলেন। এসময় জুনেলের হাতে ফুটবল, জার্সি, বুটসহ খেলার সামগ্রী এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আর্থিক অনুদান তুলে দেন আমিনুল হক। খেলাধুলার মাধ্যমে পরিবর্তনের অঙ্গীকার নিয়ে আমিনুল হক বলেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্দেশনা দিয়েছেন- বাংলাদেশে সামাজিক ও রাষ্ট্রীয় পরিবর্তন আনতে হবে। আর খেলাধুলাই সেই পরিবর্তনের অন্যতম মাধ্যম। প্রত্যন্ত...