ইরানের পারমাণবিক সক্ষমতার আকাঙ্ক্ষা ঠেকাতে আবারও তাদের ওপর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা চাপানোর চিন্তাভাবনা করছে পশ্চিমারা। তবে বুধবার (২৪ সেপ্টেম্বর) জাতিসংঘ সাধারণ পরিষদে বিশ্বনেতাদের সামনে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান দাবি করলেন, পারমাণবিক বোমা তৈরির কোনও আকাঙ্ক্ষা তেহরানের নেই। তিনি বলেন, আমি এই সমাবেশে আবারও স্পষ্ট করে বলছি, ইরান কোনও দিন পারমাণবিক বোমা তৈরির চেষ্টা করেনি, ভবিষ্যতেও করবে না। আমরা পারমাণবিক অস্ত্র চাই না। ইরানের ওপর এখন বহাল নিষেধাজ্ঞার মেয়াদ আগামী ২৭ সেপ্টেম্বর শেষ হয়ে যাচ্ছে। তবে গত ২৮ আগস্ট এক বৈঠকে, তেহরানের বিরুদ্ধে ২০১৫ সালের চুক্তির শর্ত লঙ্ঘনের অভিযোগে আরও একদফা নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে একমত হয়েছে ব্রিটেন, ফ্রান্স ও জার্মানি। সে দিনই তারা নিষেধাজ্ঞা পুনর্বহালে ৩০ দিনের প্রক্রিয়া শুরু করে। ২০১৫ সালে পরমাণু শক্তিধর পাঁচ রাষ্ট্র ও জার্মানির সঙ্গে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের রাশ...