ফুটেজে দেখা যাচ্ছে, প্রায় ৬০ বছর বয়সী এক ব্যক্তি প্রায় ৪৫ বছর বয়সী আরেক ব্যক্তিকে নিয়ে দোকানে আসেন। তারা দোকানির কাছে বাংলাদেশি নতুন নোট দেখতে চান। এ সময় বেশি বয়স্ক ব্যক্তিটিকে ১ হাজার টাকার একটি নোট দেন। সেটি দেখার পর ওই ব্যক্তি ‘ফাইভ হান্ড্রেড’ বলে ৫০০ টাকার নোট দেখতে চান।বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করায় লাইনম্যানকে গুলিতখন ৫০০ টাকার একটি নোট দেখতে দেন। কিন্তু ওই ব্যক্তি বান্ডেলে ৫০০ টাকার নোট দেখতে চান। এজাজ তখন ৫০০ টাকার নোটের ৫০ হাজার টাকার একটি বান্ডেল দেখান। বান্ডেল দেখার সময় চোখের পলকেই কৌশলে কিছু নোট তিনি হাতে নিয়ে নেন। পরে হাতের ওপরের অংশে থাকা টাকাগুলো ফেরত দেওয়া হলেও নিচে থাকা টাকা পকেটে নেন।ব্যবসায়ী এজাজ আহাম্মেদ বলেন, যে ব্যক্তি টাকা দেখতে চেয়েছিলেন তিনি নিজেকে ‘ফরেনার’ বলেছিলেন। অন্যজন...