নড়াইল-১ আসনের সাবেক সংসদ সদস্য কবিরুল হক মুক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাতে রাজধানীর নিকেতন থেকে গুলশান থানা পুলিশের একটি দল তাকে গ্রেপ্তার করে। এদিন রাতে ডিএমপির উপ-কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেন। জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রাতে গুলশান থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল নিকেতন এলাকায় অভিযান চালায়৷ অভিযানে নড়াইল-১ আসনের চারবারের সংসদ সদস্য মুক্তিকে গ্রেপ্তার করা হয়। গুলশান থানা পুলিশের একটি সূত্র জানায়, গ্রেপ্তারের পর তাকে থানায় নেওয়া হচ্ছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। কবিরুল হক মুক্তি ২০০৮ সালের নবম, ২০১৪ সালের দশম, ২০১৮ সালের একাদশ ও ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি নড়াইল-১ আসন থেকে...