হিন্দু সম্প্রদায়ের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপূজা উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপনের জন্য সীমান্ত এলাকার ৮ কিলোমিটারসহ প্রতিটি পূজা মণ্ডপের নিরাপত্তা ব্যবস্থা জোরদার ও সার্বিক পরিস্থিতি সুষ্ঠ রাখতে নেত্রকোণার সীমান্তবর্তী উপজেলা দুর্গাপুর ও কলমাকান্দা ২ প্লাটুন সহ সারাজেলায় ১১ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল এ এস এম কামরুজ্জামান বুধবার বিকেলে জেলার সীমান্তবর্তী উপজেলা দুর্গাপুরের দশভুজা নামক পূজামণ্ডপ পরিদর্শন কালে জেলা ও উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকদের কাছে প্রেস ব্রিফিংকালে এসব কথা বলেন। তিনি বলেন, দূর্গাপূজা বাঙালি হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। এ উৎসবকে ঘিরে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই বরাবরই বিজিবি গুরুত্বপুর্ণ ভূমিকা পালন করে এসেছে। নেত্রকোণার সীমান্ত এলাকার ৮ কিলোমিটারের ভেতরে প্রতিটি পূজামণ্ডপে সার্বিক নিরাপত্তায়...