র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) মহাপরিচালক একেএম শহিদুর রহমান বলেছেন, যারাই অপরাধ করবে, তাদের আইনের আওতায় আনা হবে। অপরাধীরা রাজনৈতিক দলের পরিচয়ে পার পাবে না। তারা দেশের শান্তি-শৃঙ্খলা, সম্প্রীতি চায় না। সুতরাং তাদের রাজনৈতিক পরিচয় আছে কিনা, সেটা বিষয় না। বুধবার দুপুরে দিনাজপুরের ঐতিহাসিক রাজবাড়ী দুর্গাপূজামণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। র্যাব মহাপরিচালক বলেন, একটি সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে শারদীয় দুর্গাপূজা সম্পন্ন করার জন্য বাংলাদেশ পুলিশ, আনসার, বিজিবি, র্যাব, কোস্টগার্ড সবাই মিলে কাজ করে যাচ্ছি। প্রতিটি মণ্ডপে পূজা উদযাপন কমিটির নিজস্ব পাহারার ব্যবস্থা আছে। বুধবার থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও মোতায়েন থাকবে। তিনি বলেন, আমাদের দেশে সবসময় প্রত্যেক ধর্মের প্রতিটি ধর্মীয় উৎসব বেশ আনন্দ উৎসবমুখর পালন করা হয়। এর ধারাবাহিকতায় এবারের পূজা শান্তিপূর্ণভাবে পালিত হবে বলে আমরা...