আল্লাহর তাআলার দয়া ও তওফিক ছাড়া কেউ হেদায়াত লাভ করতে পারে না। আল্লাহ তাআলা দয়া করে যাদেরকে ইচ্ছা সঠিক পথ প্রদর্শন করেন, সঠিক পথে অবিচল থাকার তওফিক দান করেন, আবার অনেককে আল্লাহ তাআলা পথভ্রষ্ট করেন অর্থাৎ তারা নিজেদের দম্ভ, অহমিকা জুলুম ও পাপাচারের কারণে আল্লাহর অনুগ্রহ ও হেদায়াতের তওফিক থেকে বঞ্চিত হয়ে যায়।তাই আল্লাহ তাআলার কাছে সব সময় নিজের ও পরিবারের সবার জন্য হেদায়াত এবং হেদায়াতের ওপর অবিচলতার জন্য দোয়া করা উচিত, পথভ্রষ্টতা থেকে আশ্রয়ের জন্য দোয়া করা উচিত। বিশেষত কারো স্বামী বা স্ত্রী যদি হেদায়াত থেকে দূরে থাকে, গুনাহের পথে থাকে, তাহলে তার জন্য বেশি বেশি দোয়া করা উচিত যেন আল্লাহ তাআলা তাকে হেদায়াত দান করেন। দ্বীনের পথে ফিরে আসার তওফিক দান করেন। এখানে আমরা কোরআনে বর্ণিত কিছু দোয়া...