দেশের অন্যান্য জেলার মতো কুড়িগ্রামেও প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন কারিগররা। পুরুষের পাশাপাশি নারীদের কোমল হাতেও তৈরি হচ্ছে প্রতিমা। গতবছরের তুলনায় এবছর জেলায় প্রতিমার চাহিদা বেড়ে দাঁড়িয়েছে দ্বিগুণ। ফলে পরিবারের নারী সদস্যরাও সংসারের কাজের পাশাপাশি প্রতিমা তৈরিতে অবদান রাখছেন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জেলার ৯টি উপজেলায় এবার মোট ৫৩৩টি পূজামণ্ডপে দুর্গোৎসব অনুষ্ঠিত হবে। এরমধ্যে সদর উপজেলায় ৮২টি, রাজারহাটে ১২৮টি, উলিপুরে ১১২টি, চিলমারীতে ২৮টি, নাগেশ্বরীতে ৮১টি, ভূরুঙ্গামারীতে ২১টি, রৌমারীতে আটটি, রাজিবপুরে একটি এবং ফুলবাড়ীতে ৭৩টি। কথা হয় রাজারহাট উপজেলার বৈদ্যের বাজার গ্রামের বেবী মালাকরের সঙ্গে। তিনি জাগো নিউজকে বলেন, ‘এবার জেলায় গতবারের তুলনায় দ্বিগুণ পূজা হচ্ছে। মণ্ডপগুলো রেডিমেড প্রতিমার অর্ডারও দিয়েছে। এবছর কাজের অনেক চাপ। বাধ্য হয়ে সংসারের কাজ ফেলে স্বামীকে সাহায্য করছি।’ প্রতিমা তৈরিতে মাকে সাহায্য করছিল সদর উপজেলার...