ঘটনার সূচনা ফরিদপুরের কানাইপুরের বাসিন্দা বিকাশ অধিকারী ও তাঁর স্ত্রী সীমাকে কেন্দ্র করে। দীর্ঘ ছত্রিশ বছরের সংসার, এক ছেলে ও এক মেয়ে—সব মিলিয়ে পারিবারিক গল্পের মতোই চলছিল তাঁদের জীবন। কিন্তু হৃদয়ের অদৃশ্য টানে সীমা নতুন করে প্রেমে পড়েন ফরিদপুর সদরের পলাশ কুন্ডুর। সীমা- পলাশের সেই সম্পর্ক একসময় তাঁদের ভারত পর্যন্ত নিয়ে যায়, যেখানে তারা বিয়ের বন্ধনে আবদ্ধ হন। ভালোবাসার এই অদ্ভুত জটিলতা প্রকাশ্যে আসে মঙ্গলবার। যশোরের এক হোটেল থেকে সীমা ও তাঁর দুই স্বামীকে পুলিশ থানায় নিয়ে আসে। আর সেখানেই সীমাকে ঘিরে বিকাশ ও পলাশের মধ্যে ঘটে যায় হাতাহাতি। প্রেম আর অভিমান মিশ্রিত সেই মুহূর্ত...