সুদানের অবরুদ্ধ শহর এল-ফাশারের একটি বাজারে ড্রোন হামলায় কমপক্ষে ১৫ জন নিহত ও ১২ জন আহত হয়েছেন। বুধবার (২৪ সেপ্টেম্বর) এই হামলা চালানো হয় বলে স্থানীয় হাসপাতালের একজন চিকিৎসা কর্মী নিশ্চিত করেছেন। আহতদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর। খবর এএফপির। স্থানীয় প্রতিরোধ কমিটি এই আক্রমণকে ‘গণহত্যা’ বলে অভিহিত করেছে। এর জন্য আধাসামরিক র্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ)-কে দায়ী করেছে। কমিটি জানিয়েছে, এই হামলায় মোট ২৭ জন হতাহত হয়েছেন। আরএসএফ বর্তমানে এল-ফাশার দখলের জন্য সর্বাত্মক হামলা চালাচ্ছে। গত বছরের মে মাস থেকে শহরটি আরএসএফ-এর অবরোধের মধ্যে রয়েছে। এল-ফাশার আরএসএফের বোমাবর্ষণে কার্যত ধ্বংস হয়ে গেছে। আরএসএফ-এর যোদ্ধারা শহরের চারপাশে বাস্তুচ্যুত মানুষদের শিবির দখল করে নিয়েছে। জাতিসংঘের অনুমান, এই শহরে প্রায় দুই লাখ ৬০ হাজার বেসামরিক নাগরিক আটকা পড়েছেন, যাদের মধ্যে প্রায় অর্ধেকই শিশু। চিকিৎসাকর্মীরা...