বুধবার (২৪ সেপ্টেম্বর) নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান এসএমপি কমিশনার আব্দুল কুদ্দুছ চৌধুরী। তিনি জানান, সড়কে শৃঙ্খলা ফেরাতে শুধু মোটরসাইকেল আরোহী নয়, নগরের অবৈধ যানবাহনের বিরুদ্ধেও কঠোর অভিযান চলছে। সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত ইজিবাইকসহ সব অবৈধ যানবাহন আটক করে ডাম্পিং করা হচ্ছে। প্রথম দিনে পাঁচটি এবং দ্বিতীয় দিনে ১০টি পয়েন্টে অভিযান পরিচালনা করা হয়েছে। এছাড়া পুলিশের তিনটি ভ্রাম্যমাণ আদালত প্রধান সড়ক থেকে অলিগলি পর্যন্ত নিয়মিত অভিযান চালাচ্ছে। ধাপে ধাপে অভিযান আরও বিস্তৃত করা হবে। এসএমপি কমিশনার জানান, নগর এলাকা থেকে ইজিবাইক পুরোপুরি অপসারণ না হওয়া পর্যন্ত এ অভিযান অব্যাহত থাকবে। অভিযান পরিচালনার সময় সকাল ৮টা থেকে ১১টা এবং বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। তবে যানজট পরিস্থিতি অনুযায়ী তা সীমিত রাখা হয়। তিনি জানান, নগরে ইজিবাইকের চার্জিং...