প্রথম পাওয়ার প্লেতে যেভাবে আগ্রাসী হয়ে ওঠেন ভারতের ব্যাটাররা, সময়ের সঙ্গে তাতে লাগাম টেনে ধরেছেন বাংলাদেশের বোলাররা। ১২ রান রেটে স্ট্রাইক নেওয়া ভারতের সংগ্রহ এখনও দেড়শ ছাড়ায় পরিমিত বোলিংয়ে। পঞ্চম ব্যাটার হিসেবে তিলক ভার্মারকে বিদায় করেন তানজিম হোসেন সাকিব। ৫ রান করে ডিপ মিড উইকেটে সাইফ হাসানকে ক্যাচ দেন তিলক। ১২৯ রান ৫ উইকেট হারায় ভারত। আম্পায়ার বেশ কয়েকবার দেখলেন। সিদ্ধান্ত নিয়েছেন সময় নিয়ে। অভিষেক শর্মাকে রান আউট করতে মুস্তাফিজুর রহমান যখন স্ট্যাম্প ভাঙেন, বল হাতে ছিল কি না, দেখছিলেন টিভি আম্পায়ার। শেষ পর্যন্ত স্ক্রিনে ভেসে ওঠে, এটি আউট। বোলারদের ওপর ঝড় বইয়ে দেওয়া অভিষেক বিদায় নেন। তাকে ফিরিয়ে স্বস্তি আসে বাংলাদেশ শিবিরে। ৩৭ বলে ৬টি চার ও ৫টি ছক্কায় ৭৫ রান করেন অভিষেক। একই ওভারে মুস্তাফিজ ফেরান সূর্যকুমার যাদবকে।...