২৪ সেপ্টেম্বর ২০২৫, ০৯:১৭ পিএম | আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০৯:২০ পিএম ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পূর্ব বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে আমীর আলী(৩৫) নামে এক কৃষক নিহত হওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনা গ্রামে ছড়িয়ে পড়লে প্রতিপক্ষের বাড়িতে শুরু হয় হামলা ও লুটপাট। বুধবার (২৪ সেপ্টেম্বর) বিকাল ৫টার দিকে উপজেলার দাঁতমন্ডল গ্রামে এ ঘটনা ঘটে। নিহতের বিষয়টি নিশ্চিত করেন নাসিরনগর থানার পরিদর্শক (তদন্ত) মো. তানভীর আহমেদ। নিহত আমীর আলী দাঁতমন্ডল গ্রামের মো. রফিজ আলীর ছেলে। তিনি পেশায় কৃষক। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত এক সপ্তাহ আগে ঢাকার কেরানিগঞ্জে মহিদ আলীর ছেলে সুজন মিয়ার ব্যাগের কারখানায় গিয়ে লাফিলুদ্দির ছেলে সাকিল সুজনের এক কর্মচারীকে লাঞ্ছিত করে। এ ঘটনাকে কেন্দ্র করে সুজন ও সাকিলের মধ্যে বাকবিতণ্ডা হয়। পরে সুজনকে মারধর করা হয়। এ...