২৪ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৫৩ পিএম | আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৫৩ পিএম আইসিসি নারী ওয়ানডে বিশ্বকাপের আনুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচ শুরু হচ্ছে বৃহস্পতিবার। প্রথম দিনই মাঠে নামছে টুর্নামেন্টে অংশ নেওয়ার আট দলের মধ্যে সাতটি। প্রস্তুতি ম্যাচের প্রথম রাউন্ডে খেলবে না অস্ট্রেলিয়া। শ্রীলঙ্কার কলম্বোতে নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচে দক্ষিণ আফ্রিকা নারী দলের মুখোমুখি হবে বাংলাদেশ। ম্যাচটি বাংলাদেশ সময় দুপুর ৩টা ৩০ মিনিটে শুরু হবে। এছাড়া দিনের অন্যান্য ম্যাচে মুখোমুখি হবে ভারত ‘এ’ দল বনাম নিউজিল্যান্ড, ভারত বনাম ইংল্যান্ড ও শ্রীলঙ্কা বনাম পাকিস্তান। আগামী ২৭ সেপ্টেম্বর কলম্বোতে নিজেদের দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে খেলবে বাংলাদেশ। আগামী ৩০ সেপ্টেম্বর থেকে ভারত ও শ্রীলঙ্কার মাটিতে শুরু হবে নারী ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসর। ২ অক্টোবর কলম্বোতে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে...