এনসিপি শাপলা প্রতীক পাচ্ছে না— ইসির এমন বক্তব্যের একদিন পরই পুনরায় অনুষ্ঠানিকভাবে শাপলা প্রতীক চেয়ে আবেদন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আজ বুধবার (২৪ সেপ্টেম্বর) ইসি সচিবের কাছে লেখা এনসিপির এক চিঠি থেকে এ তথ্য জানা গেছে। গতকাল মঙ্গলবার নির্বাচন কমিশন থেকে জানানো হয়েছিল, প্রতীক তালিকায় শাপলা না থাকায় এনসিপিকে বিকল্প প্রতীক বেছে নিতে হবে। এর পরদিনই দলটি আগের মতো শাপলা, সাদা শাপলা বা লাল শাপলা বরাদ্দ চেয়ে নতুন আবেদন জমা দিয়েছে। আজ এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম স্বাক্ষরিত আবেদনটি ইসি সচিবের কাছে পাঠানো হয়। দলের পক্ষ থেকে সন্ধ্যায় জানানো হয়, ইমেইলের মাধ্যমেও আবেদন পাঠানো হয়েছে। এ বিষয়ে জানতে চাইলে ইসি সচিব আখতার আহমেদ সন্ধ্যায় সাংবাদিকদের বলেন, আমি এখনও চিঠি দেখিনি। এনসিপি এর আগেও শাপলা প্রতীক চেয়ে আমাদের লিখিতভাবে জানিয়েছে। এখন...