ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার পর ইসরায়েলের জন্য আন্তর্জাতিক সতর্ক সংকেত দিয়েছে সৌদি আরব ও ফ্রান্স। জাতিসংঘে আয়োজিত উচ্চপর্যায়ের সম্মেলনে তারা স্পষ্ট করে জানিয়েছে, স্বাধীন ফিলিস্তিনে বসতি স্থাপন বা জমি দখলের যে কোনো চেষ্টা ‘রেড লাইন’ অতিক্রম হিসেবে গণ্য হবে এবং এক ইঞ্চিও দখল মানা হবে না।সোমবার নিউইয়র্কে জাতিসংঘের সদর দফতরে অনুষ্ঠিত সম্মেলনে ফ্রান্স, বেলজিয়াম, লুক্সেমবার্গ, মাল্টা, সান মারিনো ও অ্যান্ডোরা ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেয়। এর আগে যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, কানাডা ও পর্তুগালও একই ঘোষণা করেছিল।সম্মেলন শেষে প্রকাশিত বিবৃতিতে সৌদি আরব ও ফ্রান্স বলেছে, ইসরায়েল যদি এই রেড লাইন অতিক্রম করে, তবে বিদ্যমান ও ভবিষ্যতের শান্তি চুক্তিগুলি সরাসরি হুমকির মুখে পড়বে। গাজায় চলমান যুদ্ধে নিরীহ বেসামরিক মানুষ এবং জিম্মিদের উপর যে মানবিক ক্ষতি হচ্ছে, তা আন্তর্জাতিকভাবে সম্পূর্ণ অগ্রহণযোগ্য।দুটি দেশ স্থায়ী...