বগুড়ার শেরপুর উপজেলার একটি শিক্ষাপ্রতিষ্ঠানে আয়োজিত দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতায় ব্যবহৃত একটি ল্যাপটপের পেছনে পতিত সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি দেখা যাওয়ায় ব্যাপক আলোচনা ও বিতর্কের সৃষ্টি হয়েছে। এই ঘটনায় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) শেরপুর পাইলট উচ্চবালিকা বিদ্যালয়ে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে এক দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এ আয়োজনে সভাপতিত্ব করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি নিমাই ঘোষ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয় আহ্বায়ক কমিটির সভাপতি এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান। এছাড়াও উপস্থিত ছিলেন বগুড়া জেলা দুর্নীতি দমন কমিশন (দুদক) বগুড়া জেলা কার্যালয়ের উপসহকারী পরিচালক রোকনুজ্জামান এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নজরুল ইসলাম। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দুর্নীতি প্রতিরোধ কমিটির সহসভাপতি আইয়ুব আলী, সদস্য রামকৃষ্ণ দাস,...