ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দলগুলোর জন্য ১১৫টি প্রতীক চূড়ান্ত করে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চাওয়া শাপলা প্রতীক রাখা হয়নি। পাশাপাশি স্থগিত রাখা হয়েছে আওয়ামী লীগের নৌকা প্রতীক। গত মঙ্গলবার নির্বাচন পরিচালনা বিধিমালার প্রতীক তালিকা আইন মন্ত্রণালয়ের অনুমোদন পায়। এর ধারাবাহিকতায় বুধবার গেজেট আকারে তা প্রকাশ করে ইসি। গেজেটে বলা হয়েছে, রিপ্রেজেন্টেশন অব দ্য পিপল অর্ডার, ১৯৭২ (প্রেসিডেন্স অর্ডার নং ১৫৫ অব ১৯৭২)-এর আর্টিকেল ৯৪ এর ক্ষমতাবলে নির্বাচন পরিচালনা বিধিমালা, ২০০৮ সংশোধন করা হয়েছে। এতে নৌকা প্রতীক স্থগিত রেখে দাঁড়িপাল্লা প্রতীক পুনর্বহাল করা হয়েছে। তবে শাপলা প্রতীক তালিকায় অন্তর্ভুক্ত হয়নি। এর আগে বুধবার শাপলা প্রতীক সংযুক্ত করতে ইসিতে আবেদন করে এনসিপি। দলটির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, নির্বাচন পরিচালনা বিধিমালা, ২০০৮ সংশোধন করে শাপলা,...