বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) নিরাপত্তা বিষয়ক আইসিএও ন্যাশনাল ইন্সপেক্টর কোর্স অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার সিভিল এভিয়েশন একাডেমিতে ব্রিটিশ হাইকমিশনের পৃষ্ঠপোষকতায় এবং যুক্তরাজ্যের ডিপার্টমেন্ট ফর ট্রান্সপোর্টেশনের (ডিএফটি) সহযোগিতায় কোর্সটি সম্পন্ন হয়। সনদপত্র বিতরণী অনুষ্ঠান সিভিল এভিয়েশন অ্যাকাডেমির সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। কোর্সটি গত ১৫ সেপ্টেম্বর শুরু হয়েছিল। কোর্সের অনুষ্ঠানে বেবিচকের মেম্বার (অপারেশন্স) এয়ার কমডোর আবু সাঈদ মেহ্বুব খান প্রধান অতিথি উপস্থিত থেকে প্রশিক্ষণ সম্পন্ন কর্মকর্তাদের হাতে সনদপত্র বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশে যুক্তরাজ্য দূতাবাসের ডেপুটি হাইকমিশনার মি. জেমস গোল্ডম্যান, বেবিচকের সদস্য (নিরাপত্তা) এয়ার কমোডর মো. আসিফ ইকবাল, সিভিল এভিয়েশন অ্যাকাডেমির পরিচালক প্রশান্ত...