ঘরের দেয়াল, কাদা, বালি ইত্যাদি অখাদ্য খেয়ে ফেলছে ছয় বছরের একটি শিশু। একটি বিরল রোগে ভুগছেন ছয় বছরের শিশু স্টিভেন। এতে দিশেহারা হয়ে পড়েছেন তার মা লেই মর্ফি (২৯)। মা লেই মর্ফি ও শিশু স্টিভেন বর্তমানে নর্থ ল্যানার্কশায়ারের একটি ভাড়া বাড়িতে থাকছেন। তারা গত তিন বছর ধরে একটি কাউন্সিল হাউসের জন্য নর্থ ল্যানার্কশায়ার কাউন্সিলের কাছে আবেদন করে আসছেন। যা পরিবর্তন করে ছেলের জন্য নিরাপদ পরিবেশ তৈরি করা সম্ভব হয়। জানা যায়, স্টিভেনের কয়েক মাস আগে গভীর অটিজম ও পাইকা নামের একটি বিরল খাওয়ার রোগ ধরা পড়ে। নরমালি এই রোগে আক্রান্তরা অখাদ্য জিনিস খেতে শুরু করে। স্টিভেন প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত স্টিভেন বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের স্কুলে গেলেও ঘরে ফিরে দেয়াল ও নানা...