জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, শুধু জুলাই গণঅভ্যুত্থানে নয়, গত এক যুগেরও বেশি সময় যারা মানুষকে খুন করেছে তাদের দৃশ্যমান বিচার আমরা দেখতে চাই। এই অল্প সময়ে প্রত্যেকের বিচার হয়তো সম্ভব না, কিন্তু খুনি হাসিনা, আসাদুজ্জামান, আরাফাতের মতো পনেরো-বিশজন প্রধান কালপিটের বিচারিক রায় ও তা কার্যকর করতে হবে। যদি রায় কার্যকর করা যায় তাহলে আমরা আস্থা রাখতে পারব যে আগামীতে এ বিচার এগিয়ে যাবে।বুধবার (২৪ সেপ্টেম্বর) রাত ৮টায় সিলেটের একটি অভিজাত রেস্টুরেন্টের কনফান্স হলে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।তিনি বলেন, জুলাই সনদ কোন প্রক্রিয়ায় হবে এটা নিয়ে বিস্তর আলোচনা চলছে। এটি বাস্তবায়নে দুটি উপায় আছে। গণপরিষদ ভোটের মাধ্যমে নতুন সংবিধান প্রণয়ন যেটা সবচেয়ে সাসটেইনেবল উপায়। দ্বিতীয় আরেকটি হচ্ছে— গণভোট যেটা বিভিন্ন ইসলামিক দলগুলোর পক্ষ...