চোট কাটিয়ে পুরোপুরি সেরে ওঠার লক্ষ্যে গাভির অস্ত্রোপচার করানোর সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন হান্সি ফ্লিক। এজন্য এই খেলোয়াড়কে অনেক দিন বাইরে থাকতে হলেও, এটা তার ক্যারিয়ারের জন্য ইতিবাচক হবে বলে মনে করেন বার্সেলোনা কোচ। ডান হাঁটুর মিডিয়াল মেনিসকাসে অস্ত্রোপচার হয়েছে ২১ বছর বয়সী গাভির। লা লিগা চ্যাম্পিয়ন বার্সেলোনা মঙ্গলবার এক বিবৃতিতে জানিয়েছেন, সেরে উঠতে চার থেকে পাঁচ মাস সময় লাগবে এই স্প্যানিয়ার্ডের। এর আগে ডান হাঁটুরই এসিএল চোটে পড়েছিলেন গাভি। তখন ১১ মাস মাঠের বাইরে থাকতে হয়েছিল তাকে। ফলে ২০২৩-২৪ মৌসুমের অনেকটা সময় এবং গত মৌসুমের শুরুর দিকে তাকে পায়নি বার্সেলোনা। সেই চোট কাটিয়ে বার্সেলোনার হয়ে লা লিগায় ২৬ ম্যাচ খেলে একটি করে গোল ও অ্যাসিস্ট করেন গাভি। চলতি মৌসুমে বার্সেলোনার প্রথম দুই লা লিগার ম্যাচে খেলেন গাভি। পরে অগাস্টে অনুশীলনের...