ভারতে লাদাখকে আলাদা রাজ্য হিসাবে স্বীকৃতি দেওয়া এবং সংবিধানের ষষ্ঠ তফসিলের আওতাভুক্ত করে পূর্ণ রাজ্যের মর্যাদা দেওয়ার দাবিতে বুধবার ব্যাপক বিক্ষোভ হয়েছে। এক পর্যায়ে বিক্ষোভ সহিংসতায় রূপ নেয়। নিরাপত্তাকর্মীদের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে এখন পর্যন্ত চার জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছে আরও অনেকে। বুধবার সকালেই পুলিশের সঙ্গে ক্ষুব্ধ বিক্ষোভকারীদের সংঘর্ষে উত্তপ্ত হয় লাদাখের লেহ শহরের পরিস্থিতি। লেহ-এর রাস্তায় শত শত বিক্ষোভকারী নেমে আসে এদিন। বিক্ষোভকারীরা লেহতে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) দলীয় কার্যালয় ও পুলিশের গাড়িতে আগুন ধরিয়ে দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ছোড়ে, লাটিচার্জ করে। সংঘর্ষে ঘটে প্রাণহানি। লাদাখকে রাজ্যের মর্যাদা দেওয়ার দাবিতে এর আগে অনশন ধর্মঘট করে বিক্ষোভকারীরা। পাশাপাশি লাদাখে সম্পূর্ণ বনধেরও ডাক দেওয়া হয়। এমন শান্তিপূর্ণ প্রতিবাদ থেকেই পরিস্থিতি পরে সহিংসতায় মোড় নেয়।...