চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনে ২০ জন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। এর মধ্যে, চাকসুতে ১১ ও হল সংসদে ৯ প্রার্থী। এছাড়া, তথ্যগত ভুল থাকায় চার প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করেছে নির্বাচন কমিশন।আরো পড়ুন:গকসু নির্বাচন: ভোটের আগেই স্বচ্ছতা নিয়ে প্রশ্নচাকসু নির্বাচন কমিশনের প্রস্তাব নাকোচ পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তরের চাকসু নির্বাচন কমিশনের প্রস্তাব নাকোচ পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তরের বুধবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন চাকসুর নির্বাচন কমিশনার অধ্যাপক ড. একেএম আরিফুল হক সিদ্দিকী। মনোনয়ন প্রত্যাহারকারীদের মধ্যে রয়েছে- সহ সভাপতি (ভিপি), যুগ্ম-সাধারণ সম্পাদক, সহ-খেলাধুলা ও ক্রীড়া সম্পাদক, আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক, গবেষণা ও উদ্ভাবন বিষয়ক সম্পাদক; সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক, সহ-সাহিত্য সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক পদগুলোতে একজন করে মোট সাতজন এবং স্বাস্থ্য বিষয়ক সম্পাদক পদে দুইজন, যোগাযোগ ও...