চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র শাহাদাত হোসেনের সঙ্গে দেখা করেছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) একটি নির্বাচনি তথ্যানুসন্ধানী প্রতিনিধি দল। নগরীর টাইগারপাসে অস্থায়ী নগর ভবনে বুধবার বিকালে তাদের বৈঠকে হয়েছে। সাত সদস্যের প্রতিনিধি দলটি ত্রয়োদশ সংসদ নির্বাচন সুষ্ঠু করতে মেয়রের ব্যক্তিগত মতামত জানতে চায়। জবাবে সুষ্ঠু নির্বাচনের পূর্বশর্ত হিসেবে ১০টি বিষয় তুলে ধরেন শাহাদাত হোসেন। তিনি বলেন, নির্বাচন অবাধ ও সুষ্ঠু হতে হলে উৎসবমুখর নির্বাচনী পরিবেশ নিশ্চিত করতে হবে। নির্বাচন কমিশনকে রাজনৈতিক প্রভাবমুক্ত হতে হবে। সব দলের জন্য সমান সুযোগ তথা শাসক দল রাষ্ট্রীয় সম্পদ ব্যবহার করবে না এবং বিরোধী দলগুলোকে ভয়ভীতি ছাড়া প্রচার চালাতে দিতে হবে। “সঠিক ও অন্তর্ভুক্তিমূলক ভোটার তালিকা, তথা হালনাগাদ ও নির্ভুল ভোটার তালিকা তৈরি করতে হবে, যাতে সংখ্যালঘু ও প্রান্তিক জনগোষ্ঠী বাদ না পড়ে। আইনশৃঙ্খলা বাহিনীর নিরপেক্ষতা তথা...