বর্ণাঢ্য আয়োজনে গ্রিন ইউনিভার্সিটির জার্নালিজম অ্যান্ড মিডিয়া কমিউনিকেশন (জেএমসি) বিভাগের ফল ব্যাচের (২৫২) নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ সেপ্টেম্বর ২০২৫) বিশ্ববিদ্যালয়ের পূর্বাচল আমেরিকান সিটির নিজস্ব ক্যাম্পাসের জেএমসি বিভাগে এই নবীনবরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে নতুন ব্যাচের শিক্ষার্থীদের পাশাপাশি নবনিযুক্ত দুই জন শিক্ষককেও বিভাগে বরণ করে নেওয়া হয়। বিভাগীয় চেয়ারপারসন অধ্যাপক ড. হাবীব মোহাম্মদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. খাজা ইফতেখার উদ্দিন আহমেদ। অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য দেন জার্নালিজম অ্যান্ড মিডিয়া কমিউনিকেশন বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. অলিউর রহমান। অনুষ্ঠানে’গেস্ট অব অনার’ আলোচক হিসেবে বক্তব্য রাখেন ঢাকা পোস্ট এর সম্পাদক, জনসংযোগবিদ ও ইউ-এস বাংলা এয়ারলাইনস এর জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক মো. কামরুল ইসলাম এবং ঢাকা রিপোর্টার্স ইউনিটির যুগ্ম সম্পাদক, একাত্তর টিভির সিনিয়র রিপোর্টার নাদিয়া শারমিন। অনুষ্ঠানে বিশেষ অতিথি...