ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় লাঘামহীন হামলা চালাচ্ছে ইসরায়েল। আন্তর্জাতিক কোনো নীতিই দখলদারদের মানুষ হত্যা থেকে বিরত রাখতে পারছে না। এ নিয়ে উদ্বিগ্ন গোটা মুসলিম বিশ্ব। অপরদিকে যুক্তরাষ্ট্র একতরফাভাবে ইসরায়েলের কর্মকাণ্ড সমর্থন করে আসছে। সেই দেশের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে গাজা ইস্যু সমাধানের আশায় বৈঠক করেছেন মুসলিম দেশের নেতারা।মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) আটটি আরব ও মুসলিম দেশের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেন ট্রাম্প। বৈঠকে মিসর, ইন্দোনেশিয়া, জর্ডান, পাকিস্তান, কাতার, সৌদি আরব, তুরস্ক ও সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) নেতারা অংশ নেন। এতে গুরুত্বপূর্ণ আলোচনা-সিদ্ধান্ত হয়েছে বলে শোনা যাচ্ছে। কিন্তু বিস্তারিত কোনো তথ্য এখনও প্রকাশ করা হয়নি। নির্ভরযোগ্য সূত্রও গণমাধ্যমকে বিস্তারিত জানাতে পারছে না।আলজাজিরা জানায়, বৈঠকের ফলাফল নিয়ে ট্রাম্প ইতিবাচক মনোভাব প্রকাশ করেছেন। আর তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বলেছেন, গাজায় ইসরায়েলের যুদ্ধ শেষ...