আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আগামী ২৮ সেপ্টেম্বর সুশীল সমাজের প্রতিনিধি ও শিক্ষাবিদের সঙ্গে সংলাপে বসতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বুধবার ইসির সঙ্গে সংলাপে অংশগ্রহণ করতে ৩২ জন সুশীল সমাজের প্রতিনিধি এবং ৩৩ জন শিক্ষাবিদকে চিঠি দেওয়া হয়েছে বলে ইসি সচিবলয়ের পরিচালক (জনসংযোগ) মো. রুহুল আমিন মল্লিক জানিয়েছেন। ইসি পরিচালক মো. রুহুল আমিন মল্লিক বলেন, নির্বাচন কমিশনের সংলাপে অংশ নেওয়ার জন্য বুধবার আমরা ৩৩ জন শিক্ষাবিদ ও ৩২ জন সুশীল সমাজের প্রতিনিধিকে চিঠি দিচ্ছি। আগামী ২৮...