২৪ সেপ্টেম্বর ২০২৫, ০৯:২৫ পিএম | আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০৯:২৫ পিএম এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে ‘সি’ হংকংয়ের বিপক্ষে বাংলাদেশের হোম ম্যাচ ৯ অক্টোবর। ঢাকা জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য এ ম্যাচের টিকিট বিক্রি শুরু হবে আগামী রোববার থেকে। অনলাইনে টিকিট পাওয়া যাবে কুইকেট নামের একটি ওয়েবসাইটে। এর আগে গত ১০ জুন ঢাকায় এই টুর্নামেন্টে বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচের টিকিটিং পার্টনার ছিল টিকিফাই। বুধবার বিকালে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ভবনে কম্পিটিশন কমিটির সভা শেষে চেয়ারম্যান গোলাম গাউসকে পাশে রেখে কমিটির সদস্য তাজওয়ার আউয়াল গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন,‘হংকং ম্যাচের টিকিট বিক্রির জন্য সাতটি প্রতিষ্ঠান আগ্রহ প্রকাশ করেছিল। এর মধ্যে সর্বনিম্ন দর ও মানের বিবেচনায় কুইকেটকে টিকিটিং দায়িত্ব দেয়া হয়েছে। তারা এক সঙ্গে ১ লাখ লগ ইন লোড নিতে পারবে। টিকিট বিক্রির কার্যক্রম...