২৪ সেপ্টেম্বর ২০২৫, ০৯:০৯ পিএম | আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০৯:০৯ পিএম বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ডক্টর মোহাম্মদ এনামুল হক চৌধুরী বলেছেন, অবৈধভাবে ক্ষমতার মসনদ টিকিয়ে রাখতে পতিত ফ্যাসিস্ট আওয়ামী সরকার হাজার হাজার ছাত্র-জনতার উপর গণহত্যা চালিয়েছে। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে লজ্জাজনক পতন ও দেশ ছেড়ে পালিয়ে গেলেও তাদের ফ্যাসিবাদী হিংস্র মানসিকতার কোন পরিবর্তন হয়নি। তিনি বলেন, নিউইয়র্ক বিমানবন্দরে অন্তর্বর্তীকালিন প্রধান উপদেষ্টা ড. ইউনুসের সফরসঙ্গীদের হেনস্থা আওয়ামী লীগের ফ্যাসিবাদী মনোভাবের নগ্ন বহিঃপ্রকাশ। এর মাধ্যমে তারা প্রমাণ করেছে গণহত্যা ও ফ্যাসিবাদী শাসন নিয়ে তাদের ন্যুনতম অনুশোচনা নেই। পতিত ফ্যাসিবাদীদের দেশপ্রেমিক জনতা প্রত্যাখ্যান করেছে। ছাত্র-জনতার গণহত্যাকারীদের দেশের রাজনীতিতে পুনবার্সিত হওয়ার কোন সুযোগ নেই। তিনি আরও বলেন, পতিত আওয়ামী ফ্যাসিস্ট সরকার পুরো রাষ্ট্র ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। এই রাষ্ট্রকে সংস্কার করতেই আমাদের নেতা তারেক রহমান রাষ্ট্র...