বাংলাদেশি কর্মচারীর বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে মাগুরার মহম্মদপুর উপজেলার বাবুখালি গ্রামে এসেছেন দুই সৌদি কফিল। বুধবার (২৭ সেপ্টেম্বর) সকালে সৌদি আরব থেকে ঢাকায় এসে পৌঁছান দুই সৌদি নাগরিক। পরে তারা ভাড়া করা হেলিকপ্টার দিয়ে তাদের কর্মচারী আলী মোল্যার বাড়িতে আসেন। প্রবাসী আলী মোল্যা উপজেলার বাবুখালী ইউনিয়নের রায়পুর গ্রামের আকবার মোল্যার ছেলে। জানা যায়, শুক্রবার দুপুরে তারা ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি মাগুরার মহম্মদপুরের বাবুখালী ফুটবল মাঠে অবতরণ করেন। প্রবাসী পরিবারের পক্ষ থেকে ফুলের তোড়া দিয়ে অতিথিদের বরণ করে নেওয়া হয়। এ সময় আশপাশের কয়েকটি গ্রামের হাজারও মানুষ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং স্কুল-কলেজের শিক্ষার্থীরা মাঠে ভিড় করেন। অতিথিদের আগমনকে কেন্দ্র করে এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। আলীর পরিবার সূত্রে জানা গেছে, আলী মোল্যা দীর্ঘ ছয় বছর ধরে সৌদি ওই...