আখতার হোসেনের ওপর ডিম হামলাকারী যুবলীগ নেতা মিজানুর রহমানকে নিউইয়র্ক পুলিশ অন্য একটি মামলায় আটক করলেও তিনি ইতিমধ্যে জামিনে ছাড়া পেয়ছেন। জন এফ কেনেডি বিমানবন্দরে এনসিপির সদস্য সচিব আখতার হোসেনের ওপর ডিম ছোড়ার ঘটনার নিন্দা জানিয়েছেন বিশ্লেষকরা৷ তবে তারা বলছেন, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে বাংলাদেশেরবিভিন্ন আদালত প্রাঙ্গনেযে অনেকের ওপর ডিম ও জুতা ছোড়া হয়েছে, সেগুলোও নিন্দনীয়৷ নিউইয়র্ক ও তার আগে রাজধানী ঢাকা ও ঢাকার বাইরের বিভিন্ন আদালতে পুরুষ তো বটেই, এমনকি নারীদের ওপরও ডিম, জুতা ইত্যাদি ছোড়ার ঘটনাগুলো স্মরণ করে সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক মাসুদ কামাল ডয়চে ভেলেকে বলেন,"আপনি যে সংস্কৃতি তৈরি করবেন, তা আপনার ওপরই আবার ফিরে আসবে। এটাই নিয়ম।” মানবাধিকার কর্মী নূর খান বলেন," এটা তো সংক্রামক। এখান থেকে ওখানে গেছে৷” আখতার হোসেনের ওপর ডিম হামলাকারী...