মাত্র ১৩ বছর বয়সেই আইপিএলে দল পেয়ে ইতিহাস গড়েছিলেন ভারতের বিস্ময় বালক বৈভব সূর্যবংশী। এরপর ১৪ বছর ৩২ দিন বয়সে সেঞ্চুরি করে হৈ-চৈ ফেলে দেন এই ব্যাটার। এবার অনূর্ধ্ব-১৯ পর্যায়ের ওয়ানডে ক্রিকেটে সর্বোচ্চ ছক্কা হাঁকানোর রেকর্ড গড়েছেন তিনি। ইংল্যান্ডের মাটিতে দুর্দান্ত সফর কাটিয়ে ভারতীয় অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল এখন অস্ট্রেলিয়ায়। ২১ সেপ্টেম্বর প্রথম ওয়ানডেতে স্বাগতিক অজিদের ৭ উইকেটে হারায় ভারতীয় যুবারা। বুধবার দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি হয়েছে এই দুই দল। অস্ট্রেলিয়ার যুবাদের বিপক্ষে তিন ফিফটিতে ৩০০ রানের বড় সংগ্রহ পেয়েছে সফরকারী ভারত। তাদের পক্ষে অভিজ্ঞান কুন্ডু সর্বোচ্চ ৭১, বৈভব সূর্যবংশী ও ভিহান মালহোত্রা সমান ৭০ রান করেছেন। ৬৮ বলে ৭০ রানের ইনিংসটি খেলার পথে ৫টি চার ও ৬টি ছক্কা হাঁকায় বৈভব। এর মধ্য দিয়ে যুব ওয়ানডেতে সর্বোচ্চ ছক্কার রেকর্ড হয়ে গেল ১৪...