গ্রাহকের সেবার মানবৃদ্ধি রাজস্ব আয়সহ কলড্রপ হ্রাসের লক্ষ্যে ডিজিটাল কানেক্টিভিটি শক্তিশালীকরণে সুইচিং ও ট্রান্সমিশন নেটওয়ার্ক (এসটিএন) প্রকল্প হাতে নিয়েছে বিটিসিএল। তবে প্রকল্প পরিচালকের স্বেচ্ছাচারিতায় অযাচিত হস্পক্ষেপে মুখ থুবড়ে পড়তে পারে প্রকল্পটি। অখ্যাত ও জাল অভিজ্ঞতা সনদ প্রদান করা প্রতিষ্ঠান জিনিউকে কাজ পাইয়ে দেওয়ার অভিযোগ উঠেছে প্রকল্প পরিচালক তৌফিকুল ইসলামের বিরুদ্ধে। নানা অনিয়মের কারণে দ্বিতীয় দফায় পুণরায় দরপত্র আহ্বান করলে স্বয়ং প্রকল্প পরিচালক নিজ উদ্যোগে গত ১৩ আগস্ট কারিগরী বিনির্দেশ কমিটির আহ্বায়কের কাছে চিঠি দিয়ে আইসিএক্সের নূন্যতম ক্যাপাসিটি ৫০ হাজার এসাইপি ট্রাঙ্ক কমিয়ে ৩২ হাজার ৫০০ এসাইপি ট্রাঙ্ক করার সুপারিশ করে যা দরপত্র চলাকালীন সুনির্দিষ্ট অনৈতিক হস্পক্ষেপ। পাশাপাশি অখ্যাত কোম্পানি জিনিউয়ের স্বার্থের কথাও সেখানে উল্লেখ করেন। তার এই স্বেচ্ছাচারী আচরণ প্রশ্নবিদ্ধ করেছে খোদ বিটিসিএলকে। এ বিষয়ে জানতে চাইলে প্রকল্প পরিচালক তৌফিকুল...