ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) জেনেটিক ইঞ্জিনিয়ারিং এবং বায়োটেকনোলজি বিভাগ মঙ্গলবার (২৩শে সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্মেলন হলে ‘হিউম্যান জিনোম, ক্যান্সার এবং ইমিউনোথেরাপি’ শীর্ষক একটি ঐতিহাসিক আন্তর্জাতিক সেমিনার সফলভাবে আয়োজন করেছে। সেমিনারে মূল বক্তা ছিলেন বিশ্বখ্যাত জেনেটিসিস্ট অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের এমেরিটাস অধ্যাপক এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আন্তর্জাতিক উপদেষ্টা স্যার ওয়াল্টার বোডমার । স্যার ওয়াল্টার বোডমার, যার জেনেটিক্স এবং ক্যান্সার গবেষণায় অগ্রণী অবদান আধুনিক জৈব চিকিৎসা বিজ্ঞানকে নতুন রূপ দিয়েছে। তার এ সফরকালে তিনি ডিআইইউ নেতৃত্ব, অনুষদ এবং শিক্ষার্থীব্ন্দৃ ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এবং অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের মধ্যে ভবিষ্যতের একাডেমিক এবং গবেষণা সহযোগিতার বিষয়ে একাডেমিক আলোচনায়ও অংশগ্রহণ করেন। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. এম আর কবির সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সেমিনারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং ও বায়োটেকনোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুস্তাক ইবনে...