গাজীপুরের টঙ্গীতে একটি বহুতল ভবনের সীমানা প্রাচীর ধসে এক নির্মাণ শ্রমিকের প্রাণ গেছে; এতে আহত হয়েছেন আরও চারজন। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে সাতাইশ (খৈরতুল) জামতলা এলাকার মাজহারুল ইসলামের মালিকানাধীন বহুতল ভবনে কাজ করার সময় এ ঘটনা ঘটে বলে জানান গাজীপুর মহানগর পুলিশের উপকমিশনার মহিউদ্দিন আহাম্মেদ। নিহত মো. বাবুল (৫৫) নরসিংদীর রায়পুরার আব্দুল্লাহপুরা গ্রামের প্রয়াত রাজ্জাক মিয়ার ছেলে। আহতরা হলেন- নরসিংদী সদর উপজেলার চর আলমখালী গ্রামের ফারুক হোসেন (৪০), রায়পুরা উপজেলার মেহেরনগর গ্রামের ইমরান মিয়া (২০), একই উপজেলার বাঁশগাড়ী গ্রামের ইসমাইল হোসেন (৪০) এবং মাধবদী উপজেলার বিক্রমপুর গ্রামের শুক্কুর আলী (৩৯)। আহতদের মধ্যে দুজনকে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন কেন্দ্র (পঙ্গু হাসপাতাল) এবং অপর দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মাজহারুল ইসলামের বহুতল ভবনের...