টঙ্গীতে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যুবরণকারী ফায়ার ফাইটার শামীম আহমেদকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। বুধবার (২৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে নেত্রকোনার কেন্দুয়া উপজেলার মাসকা ইউনিয়নের পিজাহাতি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে তাকে গার্ড অব অনার প্রদান শেষে দাফন সম্পন্ন হয়।গার্ড অব অনার প্রদানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার ইমদাদুল হক তালুকদার। জানাজাপূর্ব স্মৃতিচারণ করে বক্তব্য দেন নেত্রকোনা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ড. রফিকুল ইসলাম হিলালী, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান দেলোয়ার হোসেন ভূঁইয়া দুলাল, কেন্দুয়া থানার ওসি মিজানুর রহমান, মাসকা ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউল হাসান ভূঁইয়া সুমন প্রমুখ। জানাজায় ফায়ার সার্ভিসের কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।উল্লেখ, গত ২২ সেপ্টেম্বর গাজীপুরের টঙ্গীতে একটি কেমিক্যাল গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডে আগুন নিয়ন্ত্রণ কাজে অংশ নিয়ে মারাত্মকভাবে দগ্ধ হন ফায়ার ফাইটার শামীম আহমেদ। পরে তাকে ঢাকা...