‘আকাশ থেকে নামবে, তখন দুই পাশ দিয়ে ধরবে। আর হেলিকপ্টার দিয়ে সোজা বোম্বিং করা হবে... র্যাবের হেলিকপ্টার দিয়ে ওপর দিয়ে মারবে।’ শেখ হাসিনা ও জাসদ সভাপতি হাসানুল হক ইনুর মধ্যকার এক কল রেকর্ডের এই কথোপকথন শোনা যায়। যে কল রেকর্ডটি আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ প্লে করে শোনানো হয়। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে জুলাই-আগস্টে ছাত্র জনতার গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ৫৩ নম্বর সাক্ষী হিসেবে আজ জবানবন্দি দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ও বিশেষ তদন্ত কর্মকর্তা তানভীর হাসান জোহা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ দেয়া জবানবন্দিতে বিশেষ তদন্ত কর্মকর্তা বলেন, শেখ হাসিনার ৬৯টি অডিও ক্লিপ ও ৩টি মোবাইল নম্বরের সিডিআর জব্দ করা হয়। জব্দ কৃত কল রেকর্ড থেকে আজ ট্র্যাইব্যুনালে ৪টি কল রেকর্ড প্লে করে শোনানো হয়। শেখ হাসিনা...