দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এশিয়া কাপ সুপার ফোরের লড়াই শুধু ভারত-বাংলাদেশ প্রতিদ্বন্দ্বিতার মধ্যে সীমাবদ্ধ থাকেনি, জন্ম দিয়েছে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের নতুন এক অধ্যায়েরও। বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমান হয়ে গেছেন দেশের প্রথম বোলার, যিনি টি২০ আন্তর্জাতিক ক্রিকেটে ১৫০ উইকেটের মাইলফলক ছুঁলেন।ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদবকে ফেরানোর সঙ্গে সঙ্গেই ‘কাটার মাস্টার’ লিখে নিলেন নিজের নাম ইতিহাসের পাতায়। এর মাধ্যমে তিনি ছাড়িয়ে গেলেন সাকিব আল হাসানকে (১৪৯ উইকেট), হয়ে গেলেন বাংলাদেশের সর্বোচ্চ উইকেটশিকারি।মুস্তাফিজের এই অর্জন তাকে জায়গা করে দিয়েছে এক অভিজাত ক্লাবে, যেখানে এখন পর্যন্ত আছেন মাত্র চারজন বোলার—আফগানিস্তানের রশিদ খান (১৭৩), নিউজিল্যান্ডের টিম সাউদি (১৬৪), কিউই লেগস্পিনার ইশ সোধি (১৫০) এবং এখন বাংলাদেশের মোস্তাফিজুর রহমান (১৫০)।ক্যারিয়ারের শুরু থেকেই ভিন্নধর্মী কাটার ও ধোঁকাবাজ ভ্যারিয়েশনের জন্য পরিচিত মুস্তাফিজের হাতে লেখা এই নতুন রেকর্ড শুধু ব্যক্তিগত...