নির্বাচনি প্রতীক হিসেবে শাপলা না পেলে রাজপথে নামার হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। তিনি বলেছেন, “শাপলা একটি প্রতীকের অংশ হতে পারে, ঠিক যেমন ধানের শীষও অন্যান্য প্রতীকের অংশ। যদি অন্য দলগুলো এই ধরনের প্রতীকের অধিকার পেতে পারে, তাহলে এনসিপিকেও শাপলা প্রতীক দেওয়া উচিত। আমাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করা হলে আমরা রাজপথে নামতে বাধ্য হব।” বুধবার সুনামগঞ্জ জেলা এনসিপি কমিটির সমন্বয় সভা শেষে সংবাদ কর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। এ সময় সারজিস আলম দাবি করেছেন, নির্বাচন কমিশনে নিবন্ধনের জন্য তারা সব নিয়ম অনুসরণ করেছেন এবং ‘শাপলা’ প্রতীক চেয়েছেন। কিন্তু হঠাৎ করেই নির্বাচন কমিশন জানায়, শাপলা তাদের তালিকাভুক্ত প্রতীক নয়। সভায় আরও উপস্থিত ছিলেন এনসিপির যুগ্ম আহ্বায়ক এহতেশাম হক, যুগ্ম সদস্যসচিব প্রীতম দাস, সুনামগঞ্জ...