লক্ষ্মীপুর সদর উপজেলার একটি বিদ্যালয়ে পাঠদানের সময় শ্রেণিকক্ষে ঢুকে হামলা ও ভাঙচুর চালানোর অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। এতে শিক্ষক-শিক্ষার্থীসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। বুধবার সকালে উপজেলার উত্তর মজুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ হামলার ঘটনায় এক যুবককে আটক করা হয়েছে বলে জানান লক্ষ্মীপুর সদর মডেল থানার ওসি মো. আবদুল মোন্নাফ। হামলার ঘটনায় দুপুরে উত্তর মজুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসিনা আক্তার বাদী হয়ে সদর মডেল থানায় মামলা করেছেন। আটক সুমনকে এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। গ্রেপ্তার সুমন হোসেন (৩৫) ওই এলাকার গনি মিয়া মেস্তুরি বাড়ির ফয়েজ আহম্মেদের ছেলে। আহত শিক্ষক ও শিক্ষার্থীরা সদর হাসপাতাল এবং স্থানীয় ক্লিনিকে চিকিৎসা নিয়েছেন। শিক্ষক ও এলাকাবাসীর ভাষ্য, কয়েক বছর ধরে সুমন নিয়মিত মাদক সেবন করেন। তিনি প্রায় পথে বিভিন্ন শিক্ষার্থীকে উত্ত্যক্ত করেন।...