২৪ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৫৪ পিএম | আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৫৪ পিএম যুক্তরাষ্ট্র সম্প্রতি সেদেশে যাওয়ার জন্য 'এইচ-ওয়ান-বি' ভিসার ফি বাড়িয়ে এক লাখ ডলার, অর্থাৎ প্রায় ৮৮ লাখ ভারতীয় টাকা ধার্য করেছে। এরপরেই চীনের 'কে-ভিসা' নিয়ে আলোচনা শুরু হয়েছে। এ বছর অগাস্ট মাসে বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে প্রতিভাবান ব্যক্তিদের নিজের দেশে আমন্ত্রণ জানানোর জন্য 'কে-ভিসা' চালু করার ঘোষণা করেছে চীন। সেদেশের সরকারি সংবাদ সংস্থা সিনহুয়ার একটি প্রতিবেদন অনুযায়ী এই ভিসা অক্টোবর থেকে দেওয়া শুরু হবে। যুক্তরাষ্ট্রে ১৯৯০ সাল থেকে 'এইচ-ওয়ান-বি' ভিসা ব্যবস্থা চালু হয়। বিজ্ঞান, প্রযুক্তি, ইঞ্জিনিয়ারিং ও অঙ্কশাস্ত্রের সঙ্গে জড়িত কুশলী কর্মীদেরই এই ভিসা দেওয়া হয়। সবথেকে বেশি সংখ্যায় 'এইচ-ওয়ান-বি' ভিসা ভারতীয়রাই পেয়ে এসেছেন এতদিন। তালিকায় এরপরেই রয়েছেন চীনের নাগরিকরা। 'নিউজউইক' পত্রিকা চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়কে উদ্ধৃত করে লিখেছে যে...