ভারতের ব্যাটিং লাইনআপ বিধ্বংসী, তা কারও অজানা নয়। আগের ম্যাচে পাকিস্তানের বিপক্ষে উদ্বোধনী জুটিতে ম্যাচ প্রায় শেষ করে দিয়েছিল ভারত। আজ বুধবার (২৪ সেপ্টেম্বর) বাংলাদেশের বিপক্ষে বিধ্বংসী ভারতের দুই ওপেনার শুভমান গিল ও অভিষেক শর্মা। প্রথম ৬ ওভারে কোনো উইকেট না হারিয়ে তারা তুলেছে ৭২ রান। তাতে ছেদ ফেলেন রিশাদ হোসেন। ১৯ বলে ২৯ রান করা গিলকে বিদায় করেন রিশাদ। বাউন্ডারি লাইনে ক্যাচ ধরেন তানজিম হাসান সাকিব। ৭৭ রানে ভাঙে ভারতের উদ্বোধনী জুটি। এক ওভার পর বোলিংয়ে এসে আবারও সাফল্য এনে দেন রিশাদ। নবম ওভারের প্রথম বলে তিনি ফেরান শিভাম দুবেকে। ২ রান করে লং অফে তাওহিদ হৃদয়ের তালুবন্দি হন দুবে। ৮৩ রানে ভারত হারায় দ্বিতীয় উইকেট। গুরুত্বপূর্ণ ম্যাচে একাদশে চারটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। চোটের কারণে নেই লিটন দাস। তার...