২৪ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৫৯ পিএম | আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৫৯ পিএম মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কড়া আক্রমণের পাল্টা জবাব দিয়েছেন লন্ডনের মেয়র সাদিক খান। তাকে যৌনতাবাদী, নারীবিদ্বেষী এবং ইসলাম-বিদ্বেষী বলে অভিহিত করেছেন তিনি। সাদিক খান ট্রাম্পের শরিয়া আইন চাপিয়ে দেওয়ার অভিযোগও প্রত্যাখ্যান করেছেন এবং তার অভিবাসন নীতির বিরুদ্ধে সতর্ক করেছেন। লন্ডনের সঙ্গে বিশেষ সম্পর্ক থাকা সত্ত্বেও আমেরিকাকে জবাবদিহি করার গুরুত্বের ওপর জোর দিয়েছেন তিনি। স্কাই নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে খান বলেন, "আমি মনে করি, একজন মুসলিম মেয়র যিনি একটি উদার, বহুসংস্কৃতির, প্রগতিশীল, সফল শহরের নেতৃত্ব দিচ্ছেন, তার সম্পর্কে যা বলা হয়েছে, তাতে মানুষ বিস্মিত হচ্ছেন। ট্রাম্পের মন্তব্য ইসলাম-বিদ্বেষী কিনা জানতে চাইলে মেয়র কোনো দ্বিধা ছাড়াই বলেন, "শুনুন, যখন মানুষ কিছু বলে, যখন মানুষ একটি নির্দিষ্ট উপায়ে আচরণ করে, তখন...