২৪ সেপ্টেম্বর ২০২৫, ০৯:১০ পিএম | আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০৯:১০ পিএম নামেই চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভা প্রথম শ্রেণির। পৌরসভায় জনপ্রতিনিধি নেই।৯০% পদ শূন্য। রাস্তা ও জলাবদ্ধতায় পৌর এলাকার বেহাল অবস্থা। পৌরবাসী নাগরিক সুবিধা থেকে বঞ্চিত । ছেংগারচর পৌরসভা সূত্রে জানা গেছে, ১৯৯৮ সালের ৫ এপ্রিল এ পৌরসভাটি 'গ' শ্রেণিতে প্রতিষ্ঠা হয়। ২০১১ সালের ৭ আগস্ট 'গ' শ্রেণি থেকে 'খ' শ্রেণিতে উন্নীত হয়। পরবর্তীকালে ২০১৭ সালের ১১ জানুয়ারি এ পৌরসভাকে 'ক' শ্রেণিতে উন্নীত করা হয়। 'ক' শ্রেণির পৌরসভার নিয়োগকাঠামো অনুযায়ী পৌরসভার স্থায়ী নিয়োগে ১৫৫ জন কর্মকর্তা-কর্মচারী থাকার কথা। আছে মাত্র ১৫ জন। নিয়োগে আছে মাত্র এক জন নির্বাহী প্রকৌশলী, এক জন সহকারী প্রকৌশলী, এক জন হিসাব রক্ষণ কর্মকর্তা, এক জন কর নির্ধারকসহ অফিস সহায়ক, নলকূপ মিস্ত্রি, রোলার চালক,...