আম্পায়ার বেশ কয়েকবার দেখলেন। সিদ্ধান্ত নিয়েছেন সময় নিয়ে। অভিষেক শর্মাকে রান আউট করতে মুস্তাফিজুর রহমান যখন স্ট্যাম্প ভাঙেন, বল হাতে ছিল কি না, দেখছিলেন টিভি আম্পায়ার। শেষ পর্যন্ত স্ক্রিনে ভেসে ওঠে, এটি আউট। বোলারদের ওপর ঝড় বইয়ে দেওয়া অভিষেক বিদায় নেন। তাকে ফিরিয়ে স্বস্তি আসে বাংলাদেশ শিবিরে। ৩৭ বলে ৬টি চার ও ৫টি ছক্কায় ৭৫ রান করেন অভিষেক। একই ওভারে মুস্তাফিজ ফেরান সূর্যকুমার যাদবকে। মুস্তাফিজের ফুলটসে কাট করতে গিয়ে উইকেটের পেছনে জাকের আলীর হাতে ধরা পড়েন যাদব। বাঁ দিকে ঝাপিয়ে জাকেরের নেওয়া ক্যাচের আবেদনে আম্পায়ার অবশ্য সাড়া দেননি। রিভিউ নেন বাংলাদেশের ভারপ্রাপ্ত অধিনায়ক। মাঠের আম্পায়ার সিদ্ধান্ত বদলে আউট দেন। ১১৪ রানে ভারতের চতুর্থ উইকেটের পতন ঘটে। ভারতের ব্যাটিং লাইনআপ বিধ্বংসী, তা কারও অজানা নয়। আগের ম্যাচে পাকিস্তানের বিপক্ষে উদ্বোধনী জুটিতে...