নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম ||রাইজিংবিডি.কম চট্টগ্রামের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ সেন্ট প্ল্যাসিডস্ স্কুল অ্যান্ড কলেজে দুই দিনব্যাপী বার্ষিক বিজ্ঞান মেলা, সাংস্কৃতিক ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা শুরু হয়েছে। বুধবার (২৪ সেপ্টেম্বর) প্রতিষ্ঠানের অধ্যক্ষ ব্রাদার স্যামুয়েল সবুজ বালা সিএসসির সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. ফারাহ জাহান।আরো পড়ুন:চাকসু নির্বাচন: ২০ মনোনয়নপত্র প্রত্যাহার, বাতিল ৪চাকসু নির্বাচন কমিশনের প্রস্তাব নাকোচ পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তরের চাকসু নির্বাচন কমিশনের প্রস্তাব নাকোচ পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তরের এতে বিশেষ অতিথি ছিলেন সেন্ট স্কলাসটিকাস স্কুল অ্যান্ড কলেজের সম্মানিত অধ্যক্ষ সিস্টার রিক্তা ক্রিস্টিনা গোমেজ আরএনডিএম এবং জেলা মহিলা ক্রীড়া সংস্থার সদস্য বৃজেট ডায়েস। স্বাগত বক্তব্য দেন উপাধ্যক্ষ ব্রাদার সনেট ফ্রান্সিস রোজারিও সিএসসি এবং সঞ্চালনা করেন শিক্ষক সুমন...