জলবায়ুজনিত দুর্যোগে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত প্রান্তিক কৃষক ও মৎস্যজীবীরা। তবে বিশ্ব জলবায়ু সম্মেলনে (কপ) তাদের বিষয়ে আলোচনা হয় না। বুধবার (২৪ সেপ্টেম্বর) রাজধানীতে আয়োজিত ‘কপ-৩০: ক্ষুদ্র কৃষক ও মৎস্যজীবীদের অধিকার, জীবিকা ও জলবায়ু সক্ষমতা’ শীর্ষক গোলটেবিল আলোচনায় এসব কথা বলেন বক্তারা। ইংরেজি জাতীয় দৈনিক ‘দ্য বিজনেস স্ট্যান্ডার্ড’-এর সম্মেলন কক্ষে কোস্ট ফাউন্ডেশন এই অনুষ্ঠানের আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের নির্বাহী পরিচালক রেজাউল করিম চৌধুরী। সেন্টার ফর পার্টিসিপেটরি রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের (সিপিআরডি) প্রধান নির্বাহী মো. শামসুদ্দোহা বলেন, সব সময় কপ সম্মেলনে প্রান্তিক কৃষক ও মৎস্যজীবীদের বিষয়গুলো উপেক্ষিত ছিল। যদিও তারা জলবায়ু অভিঘাতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ। সরাসরি তাদের জীবনমান উন্নয়নের জন্য কোনো সহায়তাও থাকে না। মো. শামসুদ্দোহা বলেন, সেখানে (কপ সম্মেলনে) বিশ্ব নেতাদের আলোচনার কেন্দ্রবিন্দু হয় কীভাবে ক্ষতিগ্রস্থ দেশগুলো টাকা আদায়...