দুবাইয়ে সুপার ফোরের ম্যাচে বাংলাদেশের বিপক্ষে টস হেরে আগে ব্যাট করছে ভারত। বাংলাদেশ বোলিংয়ে শুরুটা ভালো করলেও পরে পাওয়ার প্লের সুবিধাটা ভালোভাবেই নিয়েছে ভারত। পাওয়ার প্লের ৬ ওভারে ভারত তোলে বিনা উইকেটে ৭২। যা এবারের এশিয়া কাপে পাওয়ার প্লেতে ভারতের তোলা সর্বোচ্চ স্কোর। তবে সপ্তম ওভারে লেগ স্পিনার রিশাদ হোসেন গিলকে ফিরিয়ে জুটি ভাঙেন। প্রথম উইকেট পড়ে ৭৭ রানে। ৭ ওভার শেষে ভারত ১ উইকেটে করে ৮১ রান। তানজিম হাসান সাকিব ইনিংসের প্রথম ওভারে দেন মাত্র ৩ রান। ভারত প্রথম বাউন্ডারি হাঁকায় ইনিংসের ১০ নম্বর বলে। নিজের দ্বিতীয় ওভারে ৭ রান দেন তানজিম, ওই ওভারে তৃতীয় বলে অভিষেকের ব্যাটের কানায় লেগে ক্যাচ হয়েছিল। ঝাপিয়ে উইকেটকিপার জাকের বলের নাগাল পেয়েছিলেন। কিন্তু তালুবন্দি...